মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান।
আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান।
প্রশিক্ষণে বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের ভলিবল খেলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।