• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএফডিসি’র নতুন নকশায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

| নিউজ রুম এডিটর ৭:৫২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১০, ২০২২ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) নতুন ভবনের নকশা দেখেছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএফডিসি’র নতুন ভবনের নকশা দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বাসস’কে জানান, এ সময় প্রধানমন্ত্রী নকশার বিস্তারিত দেখেন এবং প্রয়োজনীয় সংশোধনী ও দিক নির্দেশনা দেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে ভার্চুযালি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ নকশা উপস্থাপন অনুষ্ঠানে অংশ নেন।

এসময় গণভবন প্রান্তে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং মন্ত্রিপরিষদ বিভাগে তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন এবং বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।