• আজ ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান | লালমনিরহাটে ৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি | মামলা-গ্রেফতার থেকে দায়মুক্তির প্রশ্ন আসছে কেন, কারা পাবেন? | দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় আজ | অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক সারজিস | সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ মন্ত্রণালয়ে | ছাত্র আন্দোলনে শহীদদের নামে  মিনি স্টেডিয়াম করা হবে: ক্রিয়া উপদেষ্টা  আসিফ মাহমুদ  | রাজপথে পরাজিত হয়ে এখন অনলাইনে শক্তি দেখাচ্ছে : তথ্য উপদেষ্টা | মালয়েশিয়ার বিমানবন্দরে আটক আজহারী, ফেরত পাঠাতে পারে দেশে | উপরের নির্দেশে সব করেছেন, দাবি ডিবি হারুনের |

বর্তমান বিশ্বের আলোচিত ব্যক্তিদের এক জন, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ছিলেন অভিনেতা

| নিউজ রুম এডিটর ৮:৩১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৫, ২০২২ আন্তর্জাতিক, বিনোদন

যিনি অভিনেতা হিসেবে এক সময়ে ইউক্রেনবাসীকে আনন্দ দিয়েছেন, দুঃখের সময়ে মুখে হাসি ফুটিয়েছেন, সেই জেলেনস্কির শাসনেই দেশবাসী চোখের জলে ভাসছেন।

রুশ হানায় কাঁপছে গোটা দেশ। নির্ভীক ভাবে দেশের জনগনকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর চেষ্টা করছেন ইউক্রেনের শাসক ভোলোদিমির জেলেনস্কি। যদিও ইউক্রেন প্রেসিডেন্টের জীবনের শুরুটা রাজনীতি দিয়ে হয়নি। শুরুতে জেলেনস্কি ছিলেন রূপোলি পর্দার নায়ক। অভিনেতা হিসেবে বেশ কিছু ছবি এবং টিভি সিরিজে কাজ করেছেন ভোলোদিমির জেলেনস্কি।

মাত্র ১৭ বছর হিসেবে কমেডিয়ান হিসেবে অভিনয়ে হাতে খড়ি হয় ভোলোদিমির জেলেনস্কির। তার পর রাশিয়ান এবং ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শো-তে অংশগ্রহণ করেন। বাড়তে থাকে জনপ্রিয়তাও। টিভিতে অভিনয়ের পাশাপাশি সুযোগ আসে ছবিতে কাজ করার। ২০০৯ সালে মুক্তি পায় জেলেনস্কির প্রথম ছবি ‘লাভ ইন দ্য বিগ সিটি’। এর পর ‘অফিস রোম্যান্স আওয়ার টাইম’, ‘লাভ ইন ভেগাস’ সহ মোট আটটি ছবিতে অভিনয় করেছেন। তাঁর শেষ ছবি ২০১৮ সালের ‘আই’, ‘ইউ’, ‘হি’, ‘শি’।

ছবিতে অভিনয়ের সঙ্গে ২০১৫ সালে ‘সারভেন্ট অফ দ্য পিওপল’ এবং ২০১৭ সালে ‘স্ভ্যাতি’ নামের দু’টি ধারাবাসিকেও কাজ করেন। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন এবং অভিনয় জগৎকে বিদায় জানান।

ইতিহাস বড়ই নিষ্ঠুর। যে এক সময়ে সমগ্র ইউক্রেনবাসীকে আনন্দ দিয়েছেন, দুঃখের সময়ে মুখে হাসি ফুটিয়েছেন, সেই জেলেনস্কির অধীনেই দেশবাসীর প্রাণরক্ষার তাগিদে চোখের জল ফেলার সুযোগ পাচ্ছেন না।