• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ |

এ কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা আব্বাস

| নিউজ রুম এডিটর ৮:৩৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৮, ২০২২ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

সদ্য গঠিত নির্বাচন কমিশনও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাই এ কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি এমন দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার শেখ হাসিনার আত্মীয়। তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাই নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা বলতে চাই না। কারণ নিরপক্ষ নির্দলীয় সকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।

নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, এ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সরকারের মতো এ কমিশনও অবৈধ।