• আজ ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এক বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়লেন দম্পতি, চাপা দিলো আরেক বাস

| নিউজ রুম এডিটর ১১:৪৬ পূর্বাহ্ণ | এপ্রিল ৬, ২০২২ লিড নিউজ, সারাদেশ

সাইফুল ইসলাম ফয়সালঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-কুমিল্লার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. নাছির উদ্দিন (৫২) ও তার স্ত্রী শরিফা আক্তার (৪৫)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিকেল সোয়া ৫টার দিকে মোটরসাইকেলযোগে (কুমিল্লা-হ ১৮-০৯২৪) কুমিল্লা থেকে বাড়ি যাচ্ছিলেন ওই দম্পতি। পথে মহাসড়কের আদর্শ সদর উপজেলার কোটবাড়ি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই সড়কে ছিটকে পড়েন। এসময় অপর একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।