• আজ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার টিকা প্রয়োগ বন্ধে প্রথম ডেনমার্ক

| নিউজ রুম এডিটর ১:২৩ পূর্বাহ্ণ | এপ্রিল ৩০, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার টিকাদান বন্ধ করছে ইউরোপের দেশ ডেনমার্ক। করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসায় এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

বুধবার (২৭ এপ্রিল) ডেনমার্কের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বসন্ত এসে গেছে। ড্যানিশ জনগোষ্ঠী পুরোপুরি টিকার আওতায় এসেছে। মহামারির প্রকোপ কমে গেছে। তাই টিকা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ মে থেকে কেউ নতুন করে টিকা নিতে পারবে না। যদিও এরইমধ্যে সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০ সালে ডেনমার্কে টিকা কার্যক্রম শুরু হয়েছিল। এরপর থেকে প্রায় ৫০ লাখ নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর প্রায় সাড়ে তিন লাখের বেশি জনগোষ্ঠী বুস্টার (তৃতীয়) ডোজ নিয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের দাপটে অনেকেই সংক্রমিত হয়েছিলেন। তবে ড্যানিশদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় ওমিক্রন তেমন একটা কাবু করতে পারেনি।

করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত ডেনমার্কে ছয় হাজার ১৪৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ৬৫ হাজার ২০৪ জন। সুস্থ হয়েছেন ২৯ লাখ ৪০ হাজার ৪৫৭ জন। দেশটির মোট জনসংখ্যা রয়েছে ৫৮ লাখ ২৯ হাজার ৩০১ জন।