• আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ | দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টা | জামাতার স্বপ্ন পূরণেই কি ‘গাজা দখল’ নিতে চান ট্রাম্প? | আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা | প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার | ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি | ‘হাসিনা তুমি এই প্রজন্মের সঙ্গে বিট্রেই করে ভুল করেছো’ | ‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন | হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ‘৩২ নম্বর’ ভাঙচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার | সৃজিত প্রসঙ্গে কথা বলতে চান না মিথিলা |

আমার চরিত্রহননের সব সরঞ্জাম তৈরি: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, বিরোধীরা তার চরিত্রহননের জন্য বিভিন্ন কোম্পানিকে ভাড়া করেছে, আর এ বিষয়ক সব সরঞ্জামও সেই কোম্পানিগুলো তৈরি করেছে।

হাম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার ইমরান আরও বলেছেন, ‘আমি মাফিয়াদের মুখোমুখি হয়েছি, তাদের মধ্যে সবচেয়ে বড় শরীফের মাফিয়ারা। তারা সব সময় ব্যক্তিগত বিষয়ে আক্রমণ করে। কারণ তারা তাদের গত ৩৫ বছরের দুর্নীতি লুকাতে চায়। তারা মানুষের চরিত্র নিয়ে টানাটানি করে।’

ঈদ শেষ তাই তারওপর ব্যক্তিগত আক্রমণ আরও বাড়বে দাবি করে ইমরান বলেন, ‘এখন ঈদ শেষ, দেখবেন তারা আমার চরিত্রহননের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। তারা কোম্পানি ভাড়া করেছে, আর সেই কোম্পানিগুলোই এই সরঞ্জাম তৈরি করেছে।’
সূত্র: ডন