• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় ফেরার পথে ট্রেনে সন্তান প্রসব

| নিউজ রুম এডিটর ৪:৫৩ অপরাহ্ণ | মে ৬, ২০২২ লিড নিউজ, সারাদেশ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে বাংলাদেশ রেলওয়ের ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনে সন্তান প্রসব করেছেন এক নারী। নবজাতক ও মা দুজনই সুস্থ আছে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে রাজশাহী থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসার পথে সন্তান প্রসব করেন তিনি।

রেলওয়ে সূত্র জানায়, ওই নারীর নাম পারুল।

তিনি রাজশাহী থেকে ঢাকায় আসছিলেন। মাঝপথে তার প্রসব বেদনা ওঠে। তখন ট্রেনে থাকা অন্য নারীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় সন্তান প্রসব করেন পারুল।

দুপুর পৌনে ৩টায় কমলাপুর স্টেশনে নামেন তিনি। তখন খবর পেয়ে স্টেশনে তাকে রিসিভ করেন তার স্বজনরা।
এ ছাড়া কমলাপুর স্টেশন প্লাটফর্মে ছুটে আসেন রেলওয়ে হাসপাতালের চিকিৎসক রিপন দাস ও শওকত জামির। মা ও নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর প্রস্তুতি নেন তারা।