• আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার চলবে না: অ্যাটর্নি জেনারেল | ঢাকাসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে, চলতি সপ্তাহে আত্মপ্রকাশ | রোজা ১ মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে ‘বিরল’ যে ঘটনা | ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা | মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২ | শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক | আপাতত আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আসিফ | উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার | শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ |

লাইসেন্স না থাকায় ৭ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

| নিউজ রুম এডিটর ৮:৫২ অপরাহ্ণ | মে ২৮, ২০২২ লিড নিউজ, স্বাস্থ্য

ময়মনসিংহের ভালুকায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালিয়েছে উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযান শুরু করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেন।

প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে ১২টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭টি ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা, ৪টিকে সাময়িক বন্ধ ও ২টি হাসপাতালকে সতর্ক করা হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হান্নান, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মিজানুর রহমান, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, ভালুকা মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক নুর কাশেম ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক বিলাস সরকার প্রমুখ।

অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেন সাংবাদিকদের জানান, বেশ কয়েকটি অবৈধ ক্লিনিক- ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এছাড়া আরও কয়েকটিকে সাময়িক বন্ধ ও সতর্ক করা হয়েছে।