মড়ার উপর খাঁড়ার ঘা’র মতো অবস্থা বাংলাদেশ দলের। ওয়েষ্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া সফরকারী দলটি শঙ্কিত টি-টোয়েন্টি সিরিজ হারে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচে জিততে না পারলে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হবে হবে টাইগারদের।
এমন কঠিন সমীকরণের ম্যাচে মাঠের লড়াইয়ে নামার আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরে যাওয়া ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বাংলাদেশকে।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পুরো দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। বোলিং শেষ করার জন্য নির্ধারিত যে সময় ছিল, সেই সময়ের মধ্যে বাংলাদেশ এক ওভার শেষ করতে পারেনি।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল যদি তাদের নির্ধারিত ওভারগুলো শেষ করতে না পারে, তাদের প্রত্যেক ওভারের জন্য সর্বনিম্ন শাস্তি হিসেবে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।