• আজ ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ’র মানববন্ধন কর্মসূচি

| নিউজ রুম এডিটর ৭:৩০ অপরাহ্ণ | ডিসেম্বর ১, ২০২২ সারাদেশ

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ পালন উপলক্ষে আদিবাসী নারী পরিষদের উদ্যোগে দিনাজপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন।

১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে “এক হই ! নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে সক্রিয়় হই” শ্লোগান নিয়ে দিনাজপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ী প্রধান গেটের সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে আদিবাসী নারী পরিষদ দিনাজপুর সদর উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা।

এ সময়় সংক্ষিপ্ত সমাবেশে তারা এক লিখিত বক্তব্য বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকার নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেয়়া হয়েছে, ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ই ডিসেম্বর দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়়। ২০০৮ সাল থেকে জাতিসংঘের মহাসচিব ও ইউএনওমেন নেতৃত্বের পরিচালিত এই প্রচারণায় লক্ষে বিশ্বজুড়ে নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ ও নির্মূল করা, সচেতনতা বৃদ্ধি ,অ্যাডভোকেসি চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা সুযোগ তৈরির জন্য বিশ্বব্যাপী পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। এই বছর প্রচারাভিযান ঐক্যবদ্ধ। নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করার জন্য সক্রিয়তার লক্ষ্য হবে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য সমস্ত সমাজকে সক্রিয় করা। নারী অধিকার কর্মীদের সাথে একত্বতার সাথে দাঁড়ানোর জন্য এবং নারীর অধিকারের উপর রোল ব্যাক প্রতিরোধে বিশ্বব্যাপী নারীবাদী আন্দোলনকে সমর্থন করা এবং আহ্বান জানান।

নারী ও মেয়ে়েদের প্রতি সহিংসতা থেকে বিশ্বকে মুক্ত করা। নারীর প্রতি সহিংসতা,সমতা, উন্নয়়ন, শান্তি অর্জনের পাশাপাশি নারীর মানবাধিকার প্রতিষ্ঠার প্রতি বাধা হয়ে দাঁড়িয়েছে। সর্বোপরি টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রায় (এসডিজি) কাউকে বাদ দিয়ে নয়-নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা বন্ধ না করে পুরন করা যাবে না। নারীর ভূমি অধিকার গ্রুপ বাংলাদেশের ৮টি বিভাগে ১২টি সংগঠন কাজ করছে। গ্রুপের সামগ্রিক উদ্দেশ্য হলো ভূমি জলাশয়় বোন জলবায়ু পরিবর্তনে বিষয়ে় স্থানীয়় পর্যায়ে নারীর নেতৃত্ব ও আন্দোলন তৈরি, নারীর অধিকার নিয়ে কাজ করা। এই সংগঠন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একতাবদ্ধ হয়েছে। এই এই সংগঠন নারীর বিভিন্ন অধিকার নিয়ে় কাজ করছে। এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক রানী হাসদা, কোষাধ্যক্ষ শিবানী উরাও, সদস্য মিনতি সরকার, অনিতা সিং, মিতালী বার্লা,টুলটুলি উড়াও, পারুল উড়াও, গীতা উড়াও এবং মাধবী কুজুুর প্রমুখ ।

এসময় দেশের অভ্যন্তরর বিভিন্ন স্থানে আদিবাসী নারী ও মেয়ে়েদের বিরুদ্ধে চলা নির্যাতন ও সহিংসত বন্ধে তারা সরকারের প্রতি আহ্বান জানান।