• আজ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

মোরেলগঞ্জে মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৬:৫৮ অপরাহ্ণ | মে ১, ২০২৫ বাগেরহাট, সারাদেশ

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নব্বইরশি বাসষ্ট্রান্ডে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

পৌর শ্রমিক দলের সভাপতি মো. মাসুদ খান চুন্নুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক রাসেল আল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন শ্যামপুর থানা শ্রমিক দলের আহবায়ক মো. হারুন অর রশীদ, বিশেষ বক্তা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা, অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল। সভা সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান (শামীম)।

অপরদিকে শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা সম্পাদক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, উপজেলা জামায়েত আমীর অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন প্রমুখ।