• আজ ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র | জুলাই আন্দোলনকে একাত্তরের সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন | সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত: প্রধান উপদেষ্টা | দুপুরে বিসিবির জরুরি সভা, আসতে পারে কয়েকটি সিদ্ধান্ত | থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর |

নওগাঁর আত্রাইয়ে ওয়েব ফাউন্ডেশনের রিফ্রেসার প্রশিক্ষণ সমাপ্ত

| নিউজ রুম এডিটর ৫:৩৫ অপরাহ্ণ | জুলাই ১২, ২০২৩ সারাদেশ

নওগাঁর আত্রাই উপজেলা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের আওতায় ওয়েব ফাউন্ডেশনের এডভোকেসি নেটওয়াক সদস্যদের জন্য মানবাধিকার, গনতন্ত্র,সুশাসন,নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক দুই দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে সমাপ্ত হয়েছে। বুধববার (12 জুন) বেলা দুইটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেজলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেহল রানা। ওয়েব ফাইন্ডেশনের আত্রাই উপজেলা এডভোকেসি নেটওয়াক কমিটির সভাপতি মিতু মুনি এর সভাপতিত্বে ও সম্পাদক সাংবাদিক কামাল উদ্দিন টগর এর সঞ্চলনায় প্রশিক্ষণ প্রদান করেন প্রধান অতিথি উপজেলা সমাজ সেসবা অফিসার মোঃ সোহেল রানা।ওয়েব ফাউন্ডেশন রাজশাহহী বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ ওআত্রাই- রানীনগর উপজেলা সমন্বায়ক মোঃ মিনহাজুল করিম ইমন। দু’দিন ব্যাপী প্রশিক্ষনে ওয়েব ফাউন্ডেশনের আত্রাই উপজেলা এডভোকেসি নেটওয়াক কমিটির পঁচিশজন সদস্য অংশ গ্রহন করেন।দু’দিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে মানবাধিকার,গণতন্ত্র, সসুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ে বিভিন্ন কাযক্রম উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের রাজশাহী বিভাগের সহকারী
সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ।

সিংঃ- উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা।
ভস্পপপঃ- আত্রাই উপজেলা ওয়েব ফাউন্ডেশনের সদস্য সচিব সাংবাদিক কামাল উদ্দিন টগর।
ভস্পপপঃ- ওয়েব ফাউন্ডেশনের বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ।
ভস্পপপঃ- আত্রাই- রানীননগর উপজেলা, নওগাঁ মোঃ মিনহাজুল করিম ইমন।