• আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

তারুণ্যের সমাবেশ, যানজটে আটকা অ্যাম্বুলেন্স

| নিউজ রুম এডিটর ৭:৪৩ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২৩ বিএনপি, রাজনীতি

বিএনপির তিন সংগঠনের আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়া তারুণ্যের সমাবেশ ঘিরে ব্যাপক যানজট তৈরি হয়েছে আশপাশের এলাকায়।

এ যানজটের ফলে সড়কে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বাস, সিএনজি ছাড়াও যানজটে আটকা পড়তে হয়েছে অ্যাম্বুলেন্সকে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলোকে আটকা থাকতে হয়েছে যানজটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে বাড্ডার দিকে যাওয়ার পথে মৎস্য ভবনের কাছে যানজটে আটকা পড়ে একটি অ্যাম্বুলেন্স।

অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ আজিজ ঢাকা পোস্টকে বলেন, রোগী নিয়ে ঢাকা মেডিকেল থেকে বাড্ডার একটি হাসপাতালে যাচ্ছি। কিন্তু যানজটের কারণে প্রায় ১ ঘণ্টা এক জায়গায় আটকা পড়ে আছি। কতক্ষণ এখানে থাকতে হবে তাও জানি না। কেউ কেউ অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা করে দিচ্ছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে