• আজ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর আইডিয়াল শিক্ষার্থীদের হামলা

| নিউজ রুম এডিটর ৩:৫৪ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০২৩ লিড নিউজ, শিক্ষাঙ্গন

রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় একজনের হাত ভেঙে দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। গুরুতর আহত ওই শিক্ষার্থীর নাম জিহাদ। তিনি ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।

রোববার (২৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রেখেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্র থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে আনোয়ার খান মর্ডান হাসপাতালের সামনে ঢাকা কলেজের বাসে আইডিয়ালের শিক্ষার্থীরা হামলা চালায়। এ সময় শিক্ষার্থীদের আঘাতের পাশাপাশি কয়েকজনের অ্যাডমিট কার্ডও নিয়ে নেওয়া হয়।

এছাড়া শিক্ষার্থীদের সড়কের অবরোধ তুলে নিতে বিকেল ৩টা নাগাদ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আসেন ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ, শিক্ষক পরিষদ কোষাধ্যক্ষ ওবায়দুল করিমসহ বেশ কয়েকজন শিক্ষক। এ সময় শিক্ষার্থীদের সড়কে শুয়ে পড়তে দেখা যায়।

বিস্তারিত আসছে…