• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক |

ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর আইডিয়াল শিক্ষার্থীদের হামলা

| নিউজ রুম এডিটর ৩:৫৪ অপরাহ্ণ | আগস্ট ২৭, ২০২৩ লিড নিউজ, শিক্ষাঙ্গন

রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় একজনের হাত ভেঙে দেওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। গুরুতর আহত ওই শিক্ষার্থীর নাম জিহাদ। তিনি ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী।

রোববার (২৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে রেখেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্র থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে আনোয়ার খান মর্ডান হাসপাতালের সামনে ঢাকা কলেজের বাসে আইডিয়ালের শিক্ষার্থীরা হামলা চালায়। এ সময় শিক্ষার্থীদের আঘাতের পাশাপাশি কয়েকজনের অ্যাডমিট কার্ডও নিয়ে নেওয়া হয়।

এছাড়া শিক্ষার্থীদের সড়কের অবরোধ তুলে নিতে বিকেল ৩টা নাগাদ সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আসেন ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ, শিক্ষক পরিষদ কোষাধ্যক্ষ ওবায়দুল করিমসহ বেশ কয়েকজন শিক্ষক। এ সময় শিক্ষার্থীদের সড়কে শুয়ে পড়তে দেখা যায়।

বিস্তারিত আসছে…