• আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি গ্রেফতার

| নিউজ রুম এডিটর ২:৩৬ অপরাহ্ণ | মার্চ ৬, ২০২৪ আইন ও আদালত, সারাদেশ

 

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে ভারতীয় সীমান্তে অতিক্রমের দায়ে রুবেল(২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০৬ মার্চ) দুপুরে হাতীবান্ধা থানায় ওই যুবককে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন জাওরানী বিজিবি কমান্ডার মাকসুদার আবুল কাশেম।

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রাতে জাওরাণী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল ওই উপজেলার উত্তর জাওরানী গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

১৫ বিজিবি লালমনিরহাট সুত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্ত দিয়ে অবৈধভাবে রুবেল হোসেন বাংলাদেশে ফেরার সময় মঙ্গলবার রাতে জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করে। তার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের একটি মামলা দায়ের করেন বিজিবি। পরে তাকে হাতীবান্ধা থানায় সোপর্দ করেন বিজিবি।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ বিষয়ে থানায় একটি মামলা দিয়েছেন।