• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

সাতক্ষীরায় ৯ টি চোরাই মোটরসাইকেল, যন্ত্রাংশ উদ্ধারসহ আটক-১

| নিউজ রুম এডিটর ১০:৪১ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০২৪ আইন ও আদালত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে ৯ টি চোরাই মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারসহ ১জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, থানা এলাকার মৌতলা বাজারের জনপ্রিয় মেশিনারিজ এর গুদাম ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে ৯ টি ব্র্যান্ডের চোরাই মোটরসাইকেল, ১১ টি মোটরসাইকেলের তেলের ট্যাংকি, ৩ টি পুরাতন চেসিস, ৭ টি পুরাতন ইঞ্জিন, ৪ টি পুরাতন ইঞ্জিনের কেসিং, ২ টি আংশিক ইঞ্জিন, ৯ টি চোরাইকৃত সেচ পাম্প উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪ টায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন এর নির্দেশনায় থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন থানার ইন্সপেক্টর তদন্ত প্রদীপ কুমার সানা, এসআই সুদেব পাল, এসআই বুলবুল হোসেন ও এএসআই শরিফুলসহ পুলিশের একটি চৌকস দল।

এ সময় দোকানের মালিক চোরাই মোটরসাইকেল ক্রেতা এবং চোরের গ্যাং লিডার একই থানাধীন পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ ছমেদ আলীর পুত্র শেখ আফছার আলী (৫২) কে আটক করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান, দীর্ঘদিন থানা পুলিশের গভীর নজরদারির পর এ অভিযানটি পরিচালনা করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং ৬।