মহাবীর আলেক্সান্ডার এর সামনে রাজা পুরু
রাজার কাছে রাজার বিচার চেয়েছিলেন!
মহাবীর আলেক্সান্ডার মুগ্ধ হয়ে তাঁর রাজ্য তাকে
ফিরিয়ে দিয়েছিলেন!
বর্তমান বিশ্বে কি আছে সেই মহাবীর আলেক্সান্ডার?
আমরা ১৭৫৭ সালে
কেবল গাদ্দারী মুনাফেকির কারণে স্বাধীনতা হারিয়ে
গোলাম হয়ে গেছিলাম বৃটিশের!
তারপর পাকিস্তানি খান সাহেব দের!
তারপর এক সাগর রক্তের দামে অর্জিত স্বাধীনতা!
হায় রক্ষী বাহিনীর চরম নির্যাতন, খুন গুম হত্যা
পিটিয়ে তক্তা!
রক্ষী বাহিনীর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করলে পত্রিকা অফিসে হামলা,
তাদের বিরুদ্ধে নিতো না কেউ মামলা,
তাদের কে শাসন বারণ করা সম্ভব হতো না
জেলা প্রশাসনের।
৭১ এর আগে বৃটিশ পাকিস্তান মিলে মিশে ও এতো
নির্যাতন নিপীড়ন গণহত্যা গুম কেউ করেনি!
যত টুকু তারা করেছিল একটা সদ্য স্বাধীন বাংলাদেশে,
তাদের পাপের দায় হয়তো বা কেউ নিবে না!
তবে প্রায়শ্চিত্ত করতে হয়েছে অনেক অনেক!
রক্ষী বাহিনীর শিষ্য অনুতর গুপ্তচর হয়েছিল অনেক!
সেই সাথে তাদের নতুন প্রভুর প্রভুত্বের দোহাই তুলে
যাচ্ছে তাই করেছিল তারা।
কত কত গোপন বাহিনীর নির্যাতন নিপীড়ন অবিচার!
এক প্রভুর বদলে আরেক প্রভু!
উচিত কথা বললেই কমিউনিস্ট নাস্তিক উগ্রবাদী
জাসদ!
এক নরকের বদলে আরেক নরক
হাজার হাজার গুপ্ত হত্যা!
মানুষ কি ভুলে গেছে?
প্রভুর পরিবর্তে প্রভু
বন্ধু পেলাম কোথায়?
আমরা আমাদের লন্ডন প্রবাসী বাঙালি দের টাকায়
রাশিয়ার অস্ত্র না পেলে কি আদৌ স্বাধীনতা লাভ
সম্ভব হতো?
সেই চরম সত্য কথা টি গায়েব হয়ে গেছে ইতিহাসের পাতায়!
হ্যাঁ বন্ধু হয়ে ছিল তখন রাশিয়া!
সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট
আমেরিকার ৭ম নৌ বহরের হুমকির জবাবে
৮ম নৌ বহর!
সে দিন যদি শেখ মুজিবুর রহমান এর সাথে কর্নেল ওসমানী কে গ্রেফতার করে নিয়ে যেতে পারতো! পাকিস্তানের সৈন্যরা,
তা হলে কি আদৌ স্বাধীন হতো এই বাংলাদেশ?
সরি ভুল বুঝাবুঝি করবেন না বন্ধু গণ!
ইতিহাস ঘাটাঘাটি একটা বদভ্যাস হয়ে গেছে আমার!
তাই ক্ষমা করবেন সবাই!
তবে সকলের প্রতি একটা বিশেষ অনুরোধ
আমরা যেন প্রভু মুক্ত বাংলাদেশ দেখতে পাই!
আমাদের মধ্যে আর যেন কেউ প্রভুত্ব সৃষ্টি করতে না পারে?
সেই প্রভুত্ব সৃষ্টির পথ বন্ধ করুন চিরতরে!
মুদ্রার এপিঠ ওপিঠ যদি সমান হয়!
তা হলে শুধু বোতলের প্রলেপ পাল্টিয়ে হবে কি?
ভিতরে কি সারাবুত তহুরা হয়ে যাবে?
তাই ভিতর পরিস্কার করুন!
সবাই কে আন্তরিক হতে বিনীত অনুরোধ করছি
আমাদের প্রজন্মের জন্য প্রভু মুক্ত বাংলাদেশ
গড়ে যান!
স্বার্থ হীন বন্ধু সৃষ্টি করুন।
গ্যাস আর ইলিশ দিয়ে প্রভুত্ব বন্দনা!
আর কত দিন চলবে?
চীন আমেরিকা ইউরোপ রাশিয়া ভারত কে
বন্ধু হয়ে পাশে চাই
আর কোন প্রভুর প্রভুত্ব সৃষ্টি হোক
তা চাই না,
তা চাই না।