• আজ ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ | যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোর চেষ্টা | ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? | ‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ | সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, এনবিআরের সতর্কতা | নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা | সাংবাদিক হত্যায় সিসিটিভির ফুটেজ দেখে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৫ | হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো: ঢাবি উপাচার্য   | চব্বিশের গণঅভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীতেই গ্রেফতার ৫ হাজার! |

টাঙ্গুয়ার হাওড়ে ১২ পর্যটকবাহী হাউজ বোটে আগুন

| নিউজ রুম এডিটর ৯:৫৪ পূর্বাহ্ণ | মে ৩১, ২০২৫ লিড নিউজ, সারাদেশ, সিলেট

সিলেট : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওড়ের টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকায় পাটলাই নদীতে পর্যটকবাহী একটি হাউজ বোটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে পুরো হাউজ বোট ভস্মীভূত হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার সকালে তাহিরপুর থেকে ১২ জন পর্যটক, মাঝি-মাল্লা ও স্টাফসহ ১৯ জন রাহবার নৌ পরিবহণ নামে একটি হাউজ বোটে করে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যান। তারা সারা দিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় টেকেরঘাট চুনা পাথর খনি প্রকল্প এলাকার পাটলাই নদীতে রাতযাপনের প্রস্তুতি নেন। বোটে আলোর জন্য সন্ধ্যায় হাউজ বোটে জেনারেটর চালু করা হয়। রাত সাড়ে ৮টার দিকে জেনারেটরের বিদ্যুৎ দিয়ে মালটিপ্লাগের মাধ্যমে একাধিক মোবাইল ফোনে চার্জ দিতে যান। এ সময় জেনারেটর থেকে বোটে আগুন লাগে।

এ সময় পাশে থাকা অন্য একটি হাউজ বোটে ওই ১৯ জন আশ্রয় নেন। এতে ১২ পর্যটক ও স্টাফসহ ১৯ জন নিরাপদে থাকলেও তাদের ব্যবহৃত সব জিনিষপত্র আগুনে পুড়ে গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম জানান, আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ায় হাউজ বোটটি ভস্মীভূত হয়েছে। হাউজ বোটে থাকা সবাই অন্য একটি বোটে আশ্রয় নেওয়ায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে তাদের সঙ্গে থাকা জিনিষপত্র আগুনে পুড়ে গেছে।
সিলেট-৩১-০৫-২৫