
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ টি ইউনিয়নে ৪২ জন ডিলার নিয়োগ চুড়ান্ত করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে উন্মুক্ত লটারির মাধ্যমে ৪২ জন ডিলার চুড়ান্ত হয়।
আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.শহিদুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, ফিরোজ তালুকদার, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ,এফ এম শামীম আহসান, জামায়েত ইসলামীর নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গনেশ পাল, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দ্রুব মন্ডল, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এদিকে খাউলিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের ডিলার উজ্জল তালুকদার, ১ ও ২ নং ওয়ার্ডে মো. আবু সালেহ, ৩ ও ৭ নং ওয়ার্ডে লোকমান বয়াতী ও ৪ ও ৯ নং ওয়ার্ডে লোকমান খান সহ ৪২ জন ডিলার নিয়োগ হয়।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, এ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়া পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ২৪৭ টি আবেদন পড়েছে। এর মধ্যে যাচাই বাছাইসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করে ১৯১টি আবেদন সঠিক হয়। একই স্পটে একাধিক আবেদন থাকায় উন্মুক্ত লটারির মাধ্যমে ৪২ জন ডিলারকে চুড়ান্ত করা হয়েছে।



















