
কিশোর : তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় আওয়ামী নিষিদ্ধ সংগঠন এর আসামি গ্রেফতার।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন এর (বিপি-৭১৯৬০৩০৪০৯) নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে আসামি এসএস আশরাফুল আলম আসকরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সহ সভাপতি ও শিক্ষা ও মানব সম্পদ বিভাগ সম্পাদক গাজীপুর মহানগর এর দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসকার তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ২/৩ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল তত্ত্বাবধায়ক ছিলেন বলে জানিয়েছেন তেজগাঁও থানা পুলিশ এর পক্ষ থেকে। এছাড়াও তিনি ঢাকা শহরের বিভিন্ন স্থানে হঠাৎ মিছিল আয়োজন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে দলীয় প্রচারণা চালাতেন। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পরিচালনায় অর্থদাতা হিসেবেও তিনি পরিচিত।
উল্লেখ্য, তার বিরুদ্ধে তেজগাঁও থানার মামলা নং-০৫, তারিখ ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(১)(ক)(আ)(ই)/৮/৯(১)(২)/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে।
এছাড়াও জয়দেবপুর থানায় দায়েরকৃত একাধিক মামলায় তার নাম রয়েছে। যার মধ্যে রয়েছে জি আর নং-২২২/২০২৪, ধারা ১৫৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৩৪ দণ্ডবিধি ১৮৯০, এবং গাজীপুরে এফআইআর নং-২২/২০১০ (বাংলাদেশ গ্যাস আইন)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান আছে ।






















