• আজ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, মৃত্যুর খবর গুজব

| নিউজ রুম এডিটর ২:৩১ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ২৯, ২০২৫ আওয়ামী লীগ, রাজনীতি, লিড নিউজ

 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মৃত্যুর খবর গুজব।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার পর তোফায়েল আহমেদের ভাগ্নির ছেলে ও ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, প্রিয় নেতা মারা যাননি। এখনো বেঁচে আছেন, স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সকলে দোয়া করবেন নেতার জন্য।’

ভোলার ১৯ জেলে ভারতে আটক, উৎকণ্ঠায় পরিবার
মাছ শিকারের সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু, আহত ২
তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যা ভুগছেন। রোববার ঢাকায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। পরে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসাধীন তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর আগেও বেশ কয়েকবার তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়েছে।