
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও কোরআন-হাদীসকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সোহাগ আলী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) রাতে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দক্ষিণ লংগরপাড়া এলাকার মো. শুক্কুর আলীর ছেলে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে সোহাগ আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২১ নভেম্বর সোহাগ তার ফেসবুক আইডিতে মহানবী (সা.) ও কোরআন-হাদীসকে অবমাননাকর একটি স্ট্যাটাস দেন। পরে পোস্টটি ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসল্লী ও স্থানীয় যুবসমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে রোববার পূর্ব খরিয়া এলাকার হাফেজ মাওলানা মুফতি মো. জাহিদ মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। একইদিন রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে, ফেসবুকে কটূক্তিমূলক পোস্টের প্রতিবাদে রোববার দুপুরে উত্তেজিত এলাকাবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শ্রীবরদী পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা সোহাগ আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, “ঘটনার পর থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।



















