• আজ ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক | এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন?–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা | এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ | যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া | বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল নিয়ে যা বললো ভারত | ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল | যুক্তরাজ্যের বাণিজ্যদূতকে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ড. ইউনূস | সিলেটে লুটের জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন, আটক ১৭ | বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯ | গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! |

পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান

| নিউজ রুম এডিটর ৮:৪৬ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০২১ আন্তর্জাতিক, আফগানিস্তান

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের ঘটনায় আতঙ্কে রয়েছে যুক্তরাজ্য। ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভের মহাপরিচালক কেন ম্যাককালাম এ বিষয়ে বলেছেন, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল উগ্রপন্থীদের আনন্দিত এবং সাহসী করে তুলবে।

নতুন খবর হচ্ছে, পুণ্য কাজের প্রসার ও পাপ কাজে বিরত রাখার জন্য একজন মন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান। তালেবান অন্তবর্তীকালীন যে মন্ত্রিসভা গঠন করেছে সেই তালিকায় এই মন্ত্রীর নাম রয়েছে। ১৫ আগস্ট কাবুল দখল করার পর গত মঙ্গলবার সরকার গঠন করেছে তালেবান।

আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন ইংরেজি ও পশতু ভাষায় তালেবানের নিয়োগপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা শেয়ার করেছেন। ইংরেজি ভাষায় যে তালিকা তিনি শেয়ার করেছেন সেখানে পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রীর নাম নেই। তবে পশতু ভাষায় যে তালিকা শেয়ার করেছেন সেখানে তার নাম রয়েছে।

তালেবান মন্ত্রিসভায় জায়গাপ্রাপ্ত এই পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রীর নাম মোল্লা মোহাম্মদ খালিদ।

তালেবানের ১৯৯৬-২০০১ সালের শাসন আমলেও এই পাপ-পুণ্য বিষয়ক মন্ত্রী ছিল। কিন্তু ২০০১ সালে যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে উৎখাত করে হামিদ কারজাইকে ক্ষমতায় বসালে তিনি এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে হজ ও ধর্ম মন্ত্রণালয় নামকরণ করেন।

পিএন/জেটএস