• আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও পথসভা

| নিউজ রুম এডিটর ১১:১৫ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০২২ সারাদেশ

খায়রুল খন্দকার টাঙ্গাইল: “আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইল পালিত হলো নিরাপদ সড়ক দিবস।

শনিবার(২২অক্টোবর)সকাল ১০ টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ সড়ক দিবস টি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড.আতাউল গনি,সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনছারী,পৌর মেয়র সিরাজুল ইসলাম আলমগীর, বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি,বিআরটি এ কর্মকর্তা, টাঙ্গাইল জেলা সেবক সংগঠনের সভাপতি খায়রুল খন্দকার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সহ সংগঠনের নেতৃবৃন্দ, ভলানটিয়ার ফর বাংলাদেশ এর সভাপতি আশিকুর রহমান সহ, সরকারি বেসরকারি, বিভিন্ন প্রতিষ্ঠানদ্বয়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি ড.আতাউল গনি বলেন, আজকে জাতীয় নিরাপদ সড়ক দিবস সরকার ঘোষিত এই দিবসটি পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক, স্বেচ্ছা সেবি সংগঠন যারা এই কর্মসূচি তে অংশ গ্রহণ করেছে সকলেরই নিজ নিজ দায়িত্বে আমরা দূর্ঘটনা মুক্ত নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে জনগণ কে সচেতন করার জন্য সরকারের কর্মসূচির মধ্যে আমরাও চেষ্টা করবো।

তিনি আরো বলেন, ২২ অক্টোবর কে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। নানা আয়োজনের মধ্যে দিয়ে ২০১৭ সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে।

টাঙ্গাইলে র‍্যালি শেষে করে টাঙ্গাইল জেলা সেবক সংগঠন টি এলেঙ্গা বাসস্ট্যান্ডে চত্বরে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির আয়োজন র‍্যালিতে অংশ গ্রহণ করেন। তাতে বক্তব্য রাখেন ফাড়ি ইনচার্জ জহিরুল হক, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলন, সেবক টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খায়রুল খন্দকার, ভলেনটিয়া ফর বাংলাদেশ এর সভাপতি আশিকুর রহমান সহ অন্যান্য স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান সমূহ।

এতে টাঙ্গাইল জেলা সেবক সংগঠন এর সভাপতি খায়রুল খন্দকার বলেন ,জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। দেশে পঞ্চমবারের মতো সরকারি উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জন্ম আজ থেকে ২৮ বছর আগে, ১৯৯৩ সালের ২২ অক্টোবর। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে এ আন্দোলন গড়ে তোলেন। ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় সেবক সংগঠন টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খাঁন মোঃ বাবুল ভাই এর প্রচেষ্টায় বাংলাদেশ প্রায় সব জেলাতেই একটি করে সেবক সংগঠন দার করিয়েছে।

এই সংগঠন টির এই বাস্তবতার বাস্তব মুখী বাস্তব পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে, দুর্ঘটনার পঙ্গুত্ব বরণ, মৃত্যু বরণ, সামাজিক পরিবেশের ভারসাম্য রক্ষা, নিশ্চিত করুন,সহ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নিয়ে, এসো সড়ক ‘দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি’এই স্লোগান সামনে রেখে “সেবক” নাম দিয়ে জনাব খান মোঃ বাবুল সাহেবের পরিকল্পনায় এবং আহবানে ১ লা জানুয়ারি ২০১৭ ইং তারিখ হইতে আপামর জনসাধারন ” সেবক “এর সাথে একাত্মতা ঘোষণা করেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিভিন্ন পেশার নাগরিকদের মধ্যে সমন্বয় সাধন করে যে যে পেশায় থাকুন না কেন, শিক্ষিত শ্রেণী থেকে কৃষক শ্রেণী পর্যন্ত স্ব,স্ব মর্যাদা অক্ষুন্ন রেখে, দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে, সকলেই এই সংগঠনের সদস্য হতে ইচ্ছা পোষণ করতে পারেন। এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক একটি সামাজিক কল্যাণমুখী, বাস্তবমুখী ও পরিকল্পনা মুখী সংগঠন,।

এই সংগঠন টির মূল উদ্দেশ্য সমূহ হলো। পেশাদার /অপেশাদার সকল মোটর গাড়ি চালকদের সেভ ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে মূল্যবান জীবন ও সম্পদ রক্ষা করা। পাশাপাশি গাড়ির মালিক জনসাধারণকে সচেতন করা।এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। সেবক সংগঠনের শহীদ যুক্ত হবেন দেশের সেবা করবেন মানুষের সেবা করবেন।

উল্লেখ্য যে অনুষ্ঠান শেষে জনগণ কে ফুট ওভারে ব্রিজ কে ব্যবহার করার জন্য একটি করে মোট প্রায় দুই জন কে দুইশত টি ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এবং ড্রাইভার ও জনগণের মাঝে এই পাঁচ শতাধিক (সেবক ) সংগঠনটি লিফলেট বিতরণ করেন।