• আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় নতুন ভাইরাসের সতর্কবার্তা

| নিউজ রুম এডিটর ১০:০৪ অপরাহ্ণ | এপ্রিল ২৯, ২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

 

আমেরিকায় নতুন এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত আমেরিকার এক হাজারের বেশি ডেইরি ফার্মে এই রোগ দেখা গেছে। এতে করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ জন, মারা গেছেন একজন। সম্প্রতি দ্য গ্লোবাল ভাইরাস নেটওয়ার্ক (জিভিএন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার সবগুলো অঙ্গরাজ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এটি বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীতে যত বেশি দিন থাকবে, মানুষের আক্রান্ত হওয়ার আশঙ্কা তত বেশি হবে। আর তাতে করে মানুষ থেকে মানুষে ছড়িয়ে যেতে পারে এই ভাইরাস। এ কারণে এ নিয়ে আরেক মহামারি শুরু হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা। এ কারণে এখনই নজরদাড়ি পরীক্ষা ও টিকা কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের।

এ নিয়ে গবেষণা করা জিভিএনের মেডিকেল অফিসার স্টেন এইচ ভারমুন্ড বলেন, ‘এখন এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাসের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে এটি প্রতিরোধ ও প্রতিকার করা বেশ কঠিনই হবে। এই ভাইরাস মানুষ ও প্রাণীকে সমানভাবে আক্রান্ত করার ক্ষমতা অর্জন করেছে। সম্প্রতি এর জেনেটিক পরিবর্তনও এসেছে।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এক বছর ধরে এমন পরিস্থিতি থাকলেও এই ভাইরাস নিয়ে এখনো নিম্ন সতর্কতা জারি রেখেছে আমেরিকার সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। তারা বলছে, বিষয়টি এখনো পর্যবেক্ষণ পর্যায়ে রয়েছে।