• আজ ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

আন্তর্জাতিক

প্রেমের টানে নয়, এবার কর্মীর প্রতি ভালোবাসার টানে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে যশোরে ছুটে এসেছেন এক নাগরিক

| Peoples News ৪:১৯ অপরাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২৫ আন্তর্জাতিক

 

তরিকুল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি:মুকুল হোসেন নামের এক কর্মীর প্রতি মায়া ও ভালোবাসার কারণে বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক (কর্মীর কর্মরত প্রতিষ্ঠানের মালিক)। যশোরের শার্শা উপজেলার রাজ নগর গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে মুকুল হোসেনের বাড়িতে আসেন তিনি।এ দিকে তার আগমনে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে,অনেকেই বিদেশি অতিথিকে দেখতে উপচে পড়া ভিড় করেন মুকুলের বাড়িতে।গ্রামে এখন চলছে উৎসবের আমেজ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল হোসেন জানান,“তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ কোরিয়ার সুয়ান সিটিতে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই কোম্পানির মালিক সিমকো ইয়ং ব্যক্তিগত স্নেহ ও কর্মীর প্রতি মায়ার টানে বাংলাদেশে দেখা করতে এসেছেন তিনি।

বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে সিমকো ইয়ং বলেন,“বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এখানকার মানুষ খুব ভালো, খুব মিশুক। বাংলাদেশ আমার খুব পছন্দ হয়েছে।

স্থানীয়রা জানান, নিজেদের এলাকায় একজন বিদেশি অতিথি দেখে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। সিমকো ইয়ং-এর আগমন তাদের গ্রামে এনে দিয়েছে ভিন্নরকম আনন্দ ও উৎসবের আমেজ।

পি নিউজ