• আজ ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ

| Peoples News ৫:২৯ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২৫ সারাদেশ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: মঠবাড়িয়া উপজে লায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আকলিমা আক্তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ইং তিনি মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদান করেন।

দায়িত্ব হস্তান্তরকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সদ্যবিদায়ী ইউএনও আবদুল কাইয়ূম তাঁর কর্মকালীন সময়ে প্রশাসনিক স্বচ্ছতা, জনসেবার মানোন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর বিদায়ে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়।

নবাগত ইউএনও আকলিমা আক্তারের নেতৃত্বে মঠবাড়িয়া উপজেলায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।