• আজ ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন |

সিলেট গ্রেফতার সুনামগঞ্জের তিন ইয়াবা কারবারি

| নিউজ রুম এডিটর ৯:৫৬ অপরাহ্ণ | এপ্রিল ২৫, ২০২৫ আইন ও আদালত, সিলেট

সিলেট : সিলেট নগরীে থেকে সুনামগঞ্জের তিন পেশাদার ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার পৃথক দুটি মামলায় গ্রেফতারকৃতদের আলামতসহ বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের স্বরস্বতি পুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে দেলোয়ার হোসেন, সদর উপজেলার অস্কারগাঁও গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে সোহেল মিয়া, ছাতক উপজেলার বেতুরা গ্রামের সুলোমানের ছেলে তানভীর হোসেন।

সিলেট এসএমপির মিডিয়া সেল শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

মিডিয়া সেল জানায় এসএমপির কোতোয়ালী মডেল থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার্স ফোর্স শুক্রবার ভোররাতে সিলেট নগরীর মহাজন পট্রি থেকে তানভীর হোসেনের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সময় তাকেও গ্রেফতার করা হয়।

এরপুর্বে বৃহস্পতিবার মধ্যরাত পরবর্তী সময়ে এসএমপির একই থানার সোবাহানীঘিাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই দীপরাজ সঙ্গীয় অফিসার্স ফোর্স নিয়ে ৩০ পিস ইয়বা ট্যাবলেট সহ দেলোয়ার ও তার সহযোগি সোহেলকে গ্রেফতার করেন।