• আজ ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

ইবি গণমাধ্যম

ইবি সাংবাদিক সমিতির সভাপতি মুনিম, সম্পাদক জুয়েল

| Peoples News ১১:১৩ অপরাহ্ণ | ডিসেম্বর ৭, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল ফিকহ্ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী ও দৈনিক খবরের কাগজের ক্যাম্পাস প্রতিনিধি নিয়ামতুল্লাহ মুনিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের শিক্ষার্থী ও ডেইলি অবজারভারের ক্যাম্পাস প্রতিনিধি জুয়েল রানা। তারা দুইজনই ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি
মোর্শেদ মামুন (কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক ইদুল হাসান ফারহান (দিনকাল), অর্থ সম্পাদক জামাল উদ্দিন (শিক্ষাবার্তা), দপ্তর সম্পাদক তানিম তানভীর (রাইজিং বিডি), প্রচার সম্পাদক আবু উবায়দা (বাসস) ও কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান (ইত্তেফাক)।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, আমাকে নির্বাচিত করায় ইবিসাসের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে অগ্রজদের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়কে সুন্দর রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

নবনির্বাচিত সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, আমার উপর আস্থা রাখায় ইবিসাসের
সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার উপর অর্পিত এ দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা কাম্য।

 

পি নিউজ/ নির্বাচন ইবি