• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

এককভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জাতীয় পার্টির

| নিউজ রুম এডিটর ৮:৩০ অপরাহ্ণ | জানুয়ারি ১৯, ২০২৩ জাতীয় পার্টি, রাজনীতি

এককভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এরই ধারাবাহিকতায় ৩০০ আসনে প্রার্থী দিবে জাপা।

বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপির সভাপতিত্বে তার সংসদীয় কার্যালয়ে সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, দলের বিরুদ্ধে অবস্থান নেয়া, বেফাস মন্তব্যের কারণে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন ভাগ্নে ও বিরোধী দলের চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

বৈঠক শেষে জিএম কাদের বলেন, প্রেসিডিয়ামের বৈঠকে আলোচনা শেষে তাকে মাফ করার বিষয়ে সিদ্ধান্ত জানাব।

দীর্ঘদিন অসুস্থতা কাটিয়ে দলের এমপিদের নিয়ে বৈঠক করলেন রওশন এরশাদ। এতে ২৬ জন সংসদ সদস্যের মধ্যে ১ ৮জন উপস্থিত ছিলেন। বৈঠক আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদ দলের ঐক্য ধরে রাখতে বক্তব্য রাখেন।

তারা বলেন, শীর্ষ নেতৃত্বে কোন্দল থাকলে জাপাকে কোনোভাবেই এগিয়ে নেয়া যাবে না। আপনারা সব কোন্দল মিটিয়ে একসঙ্গে পথ চলুন। তাহলে মানুষ দলকে গ্রহণ করবে। নির্বাচনে ফলাফল ভালো হবে।

জবাবে রওশন এরশাদ বলেন, আমাদের মধ্যে কোন বিরোধী নেই। একসঙ্গে পথ চলছি, চলব। আপনারাও ঐক্যবদ্ধভাবে চলুন। এলাকায় কাজ করুন। সামনের উপ-নির্বাচন গুলোতে যেন পার্টির প্রতিনিধিরা বিজয় লাভ করতে পারে সেজন্য কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা সতিকারের বিরোধী দলের ভূমিকায় যেতে চাই। এজন্য মিলে মিশে কাজ করতে হবে। সংসদে যখন এই বৈঠক চলছিল ঠিক তখন জাতীয় পার্টির বহিস্কৃত নেতা জিয়াউল হক মৃধার মামলায় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে দলীয় কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে তা বহাল রাখার খবর আসে।

যদি মিলেমিশে দল পরিচালনা করার সিদ্ধান্ত হয় তবে জিএম কাদেরকে কেন সবকিছু থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এমন প্রশ্নের জবাবে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বিষয়টি নিয়ে আমরাও অনেকটা উদ্বিগ্ন। সত্যিকার অর্থে এটি একেবারেই আদালতের এখতিয়ার। আশা করি আদালতের মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান হবে।

সভায় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি, মো. মুজিবুল হক চুন্নু এমপি, ফখরুল ইমাম এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, নাসরিন জাহান রতনা এমপি, পীর ফজলুর রহমান এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, আহসান আদেলুর রহমান এমপি, মো. নূরুল ইসলাম তালুকদার এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, মো. রুস্তম আলী ফরাজী এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, পনির উদ্দিন আহমেদ এমপি, রওশন আরা মান্নান এমপি, বেগম শেরীফা কাদের এমপি, নাজমা আকতার এমপি।