• আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লায়ন্স ক্লাব কর্তৃক নারী স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী

| নিউজ রুম এডিটর ৬:২৪ অপরাহ্ণ | মে ১২, ২০২৩ আন্তর্জাতিক

লায়ন্স ক্লাব কর্তৃক নারী স্বাস্থ্য বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচী সম্পন্ন হয়েছে।

বীরগঞ্জ মহানগরীর বিরতা কারাগারে নারীদের জন্য লায়ন্স ক্লাবের ওয়াকিং টিম (এনএলএফ) প্রবীন দয়ালের সভাপতিত্বে নারী স্বাস্থ্য ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে দুই মাসের জন্য ৬৬ জন নারী বন্দিকে ১২০টি পকেট প্যাড বিতরণ করা হয়।

এই উপলক্ষ্যে লায়ন্স ক্লাবের ডিজি ২০২৩/২০২৪ দেবকিনন্দন আগরওয়াল, বীরগঞ্জ জেলের জেলর নবরাজ বরতাইলা, জেল সশস্ত্র পুলিশ ফোর্স ডিএসপি লক্ষ্মণ বড়াল, জেলের স্বাস্থ্যকর্মী দীপক যাদব, ক্যাবিনেট সেক্রেটারি বাসুদেব তিমলসিনা, ক্যাবিনেট কোষাধ্যক্ষ আরবি পান্ডে, প্রফেসর এবি পান্ডে প্রমুখ। প্রধান উমেশ শর্মা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।