• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

ডেঙ্গু থেকে বাঁচতে জনগণকেও ভূমিকা রাখতে বললেন চসিক মেয়র

| নিউজ রুম এডিটর ৫:৫২ অপরাহ্ণ | জুলাই ৬, ২০২৩ চট্টগ্রাম, জাতীয়

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিধনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (৬ জুলাই) নগরের ৩৫ নম্বর ওয়ার্ডে চাক্তাই ও খাতুনগঞ্জ এলাকায় বিভিন্ন খাল, নালা, সড়ক পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, মশা কমাতে চসিকের উদ্যোগে ১০০ দিনের ক্রাশ প্রোগ্রাম চলমান আছে। তবে মশার উপদ্রব কমাতে জনগণকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে ঘর ও ছাদে জমে থাকা পানিতে বিপুল মশা জন্ম নিচ্ছে। এক্ষেত্রে জনগণকে স্ব-উদ্যোগে নিজ নিজ বাসভবনে জমে থাকা পানি সরাতে হবে। তবেই, ক্রাশ প্রোগ্রামের প্রকৃত সুফল পাওয়া যাবে।

মেয়র বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়েও অনেকেই ফার্মেসি থেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই সাধারণ জ্বরের ওষুধ গ্রহণ করছেন। তারা একদম শেষ সময়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এজন্য জনগণের প্রতি আহ্বান ডেঙ্গুর লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথে সরকারি হাসপাতালে ভর্তি হন। দ্রুত চিকিৎসা গ্রহণে ডেঙ্গু ভালো হয়।

এ সময় মেয়রের সঙ্গে কাউন্সিলর হাজী নুরুল হক ও চসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।