• আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার চলবে না: অ্যাটর্নি জেনারেল | ঢাকাসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে, চলতি সপ্তাহে আত্মপ্রকাশ | রোজা ১ মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে ‘বিরল’ যে ঘটনা | ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা | মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২ | শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক | আপাতত আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আসিফ | উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার | শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ |

জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

| নিউজ রুম এডিটর ৪:২৮ অপরাহ্ণ | জানুয়ারি ২৪, ২০২৫ চট্টগ্রাম, সারাদেশ

চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও কয়েকজন আহত হয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম শহর থেকে জাহাঙ্গীর শুক্রবার জুমার নামাজ পড়তে গ্রামের বাড়িতে যান মোটর সাইকেলযোগে। তিনি স্থানীয় আসদ আলী মাতবর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েক জন দুর্বৃত্ত অতর্কিত তার ওপর হামলা চালায়। প্রথমে লাটি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। পরে গুলি করে। এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়েন। আহত অবস্থায় জাহাঙ্গীরকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জাহাঙ্গীর মৃত বলে জানান।

 

ঘটনার কারণ অনুসন্ধানে, কী কারণে এ হত্যাকাণ্ড সেটা বের করার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।