• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার | গাজায় বর্বরতার প্রতিবাদ: কানাডা-ইউরোপেও ইসরাইলবিরোধী বিক্ষোভ | যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ | নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে | সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঘোষণাপত্র পাঠ |

ঘোড়াঘাটে ৫টি চোরাই গরু উদ্ধার সহ আটক ২

| নিউজ রুম এডিটর ১২:৪৫ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২৩ অপরাধ-দুর্নীতি

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি চোরাই গরু উদ্ধার সহ ২ জন গরু চরণে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টায় উপজেলার নুরজাহানপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাল্লা গ্রামের রুহুল আমিনের ছেলে ওয়ায়েস কুরনী (১৮) ও একই উপজেলার বড় দিঘীরপাড় গ্রামের রাজা মিয়ার ছেলে সাজেদুল ইসলাম (২২)।

জানা গেছে, পার্শ্ববর্তী গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার সংঘবদ্ধ একটি চোরের দল নুরজাহানপুর গ্রামের মাংস বিক্রেতা লেবু মিয়ার বাড়িতে প্রবেশ করে। এ সময় গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি করে নিয়ে পালানোর সময় বাড়ির মালিক চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া করে ও আশেপাশে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে থেকে ৫টি গরু উদ্ধার করে। পরে ঘোড়াঘাট খন্দকার বদরে আরেফিন ফিলিং স্টেশনের কাছ থেকে ২ জনকে আটক করে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে। খবর পেয়ে ঘোড়াঘাট থানার পুলিশ ২ চোরকে আটক করে পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী এই চুরির কাজে তাদের সাথে আরও ৫ জন জড়িত ছিলেন বলে জানা যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তায(ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, থানায় এজাহার নামীয় ৫ জন ও অজ্ঞাত আরও কয়েক জনের বিরুদ্ধে একটি গরু চুরির মামলা রুজু করে আসমিদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।