• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

র‍্যাবের অভিযানে ১১৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

| নিউজ রুম এডিটর ৬:৩১ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০২৩ সারাদেশ

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হরিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের রবিউল মণ্ডলের ছেলে মন্টু মণ্ডল (৩৪) এবং একই গ্রামের এরশাদ তরফদারের ছেলে মিঠুন তরফদার (২৪)। সোমবার (২১শে আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রবিবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন হরিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মন্টু মণ্ডল ও মিঠুন তরফদারের নামের দুইজনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১১৮ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ও ৪টি সিমকার্ড।

জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিদ্বয়কে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।