

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হরিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জীবননগর থানাধীন সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের রবিউল মণ্ডলের ছেলে মন্টু মণ্ডল (৩৪) এবং একই গ্রামের এরশাদ তরফদারের ছেলে মিঠুন তরফদার (২৪)। সোমবার (২১শে আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রবিবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর থানাধীন হরিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মন্টু মণ্ডল ও মিঠুন তরফদারের নামের দুইজনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ১১৮ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল, ও ৪টি সিমকার্ড।
জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিদ্বয়কে জীবননগর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।