• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

উন্নয়নের কারণে নৌকার বিজয়ের জোয়ার উঠেছে : সমাজকল্যাণমন্ত্রী 

| নিউজ রুম এডিটর ২:২৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০২৩ রাজনীতি, লালমনিরহাট
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, কোন ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি- কালীগঞ্জ আদিতমারী এখন শুধু উন্নয়নের জোয়ারে ভাসছে আর এসব উন্নয়নে চারদিকে নৌকার বিজয়ের জোয়ার উঠে গেছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, সেই জোয়ারে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভেসে যাবে। তাদের কোন ষড়যন্ত্রই নৌকার বিজয় ঠেকাতে পারবে না। একমাত্র শেখ হাসিনা সরকার আছে বলেই আমরা ভালো আছি। আগামীতে ভালো থাকতে চাইলে ৭ জানুয়ারি আপনারা একটি করে নৌকা মার্কা ভোট দিয়ে নৌকার জয়যুক্ত করেন।
মন্ত্রী আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ক্যানসার, লিভার সিরোসিস, কিডনি রোগের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যপরিধি বিস্তৃত করা হয়েছে। লালমনিরহাট জেলাকে শতভাগ ভাতার আওতায় এনেছি। ২০০১ সালের পর ইউনিয়ন পরিষদে ভাতা আসতো ৮টা থেকে ১০টা। এখন ভাতা নেওয়ার মানুষ নেই।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের ভোট ভিক্ষা করতে এসেছি। এর আগে এখানে কোনও দিন মন্ত্রী ছিল না। প্রধানমন্ত্রী মন্ত্রীত্ব দিয়েছেন। বিশ্বাস করে হেরে যেতে চাই, প্রতারণা করে বিজয়ী হতে চাই না।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণমন্ত্রীর ছেলে ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা।