• আজ ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ |

হবিগঞ্জে শহীদ জিয়া ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরনীতে আমিনুল হক

| নিউজ রুম এডিটর ১০:৩৭ অপরাহ্ণ | জুলাই ৪, ২০২৫ খেলাধুলা, বিএনপি, রাজনীতি

 

শহীদ জিয়াউর রহমান আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বানিয়াচংয়ে অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। শুক্রবার ৪ জুলাই বিকেলে অনুষ্ঠিত এই খেলায় হাজারো দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং বিসিক ও বিআরটিসির পরিচালক মীর শাহে আলম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সহ-দপ্তর আহ্বায়ক সদস্য মো. ইব্রাহিম খলিল, এবং আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট যুক্তরাজ্যের সমন্বয়ক আহমেদ সরফু।

এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন হবিগঞ্জের কৃতী সন্তান, সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আমিনুল ইসলাম।

স্থানীয় পর্যায়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সুস্থ সংস্কৃতি গড়ে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। দিনব্যাপী আয়োজনে দর্শকদের মাঝে উৎসবের আমেজ ছিল লক্ষণীয়।