• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সিরাজদিখানে নারী নির্যাতনের মামলায় দুই ভাইয়ের কারাদন্ড! | টানা ৫ম দিন ডিএসসিসি নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকরা | তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  |

সাতক্ষীরার আলিপুর ও কুলিয়া নির্বাচনী এলাকা পরিদর্শন করলেন পুলিশ সুপার

| নিউজ রুম এডিটর ১১:৪০ অপরাহ্ণ | এপ্রিল ২৭, ২০২৪ আইন ও আদালত

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং কুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন উপলক্ষে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার। শনিবার (২৭ এপ্রিল) উক্ত ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

রবিবার (২৮ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোট গ্রহনের প্রস্তুতির সার্বিক বিষয়ে খোঁজ খবর ও নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন জেলা প্রশাসক। এসময় ভোট কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

অন্যান্যদের উপস্থিত ছিলেন তালা সার্কেল সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মহিদুল ইসলাম, ডিবি পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, শহর ও যানবাহন শাখা টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী প্রমুখ।