• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

লালমনিরহাটে পাটক্ষেত থেকে ৫ বছরের শিশুর লাশ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৪:১৮ অপরাহ্ণ | জুন ১০, ২০২৪ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে ছেকনাপাড়া এলাকার পাটক্ষেত থেকে জুনায়েদ (৫) নামে শিশুর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
রোববার(৯জুন) রাতে উপজেলার খুনিয়াগাছ
এলাকার পার্শ্ববর্তী পাটক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। জুনায়েদ ওই এলাকার দুলাল হোসেনের ছেলে। তার বাবা একজন অটোরিকশা চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধায়  শিশু জুনায়েদ বাসা থেকে বের হয়। তার কিছুক্ষণ পর বাসা থেকে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। এক পর্যায়ে এলাকার মানুষজন শেয়াল নিয়ে গেছে এরকম আতংকে খুঁজতে যায় পাটক্ষেতে। খোঁজার এক পর্যায়ে পাটক্ষেতের ভিতরে শিশুটির মরদেহ দেখতে পেয়। পরে স্থানীয় পুলিশকে সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান,পূর্বের শত্রুতার জের ধরে শিশু জুনায়েদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে তার লাশ পাট খেতে ফেলে রাখেন।
শিশু বাবা দুলাল হোসেন অভিযোগ করে বলেন, আমার ছেলেকে হত্যা করে পাট ক্ষেতে ফেলে রেখেছে। এ হত্যার বিচার আমি চাই।
এ ঘটনায় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন,ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পোস্টমর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।