• আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

মধ্যরাতে আশ্রয়ণ প্রকল্পের বসতঘরে অগ্নিকান্ডে   স্ত্রী শিশু সন্তানসহ পরিবারের ৬ জনই নিহত

| নিউজ রুম এডিটর ৪:১৯ অপরাহ্ণ | অক্টোবর ১, ২০২৪ সারাদেশ, সিলেট
বিশেষ প্রতিবেদক: রাতে শেষ বারের মত খাবার খেয়ে পরিবারের গৃহকর্তা এমারুল সহ সবাই ঘুমিয়ে ছিলেন কিন্তু বিধি বাম পরদিন সাত সকালে ঘুম থেকে আর জাগাই হলনা ওই পরিবারের সদস্যদের। এক ভয়াবহ অগ্নিকান্ডে একে একে পরিবারের ৬ সদস্যই নিহত হলেন। এমনই এক মর্মস্পর্শী ঘটনায় আশ্রয়ণ প্রকল্পে বসতঘরে থাকা একই পরিবারের নারী পুরুষ শিশু সহ ৬ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার (৪৫), ও তাদের চার শিশু সন্তান পলাশ মিয়া (৯), ফরহাদ হোসেন (৭), ফাতেমা বেগম (৫)ও ওমর ফারুক (৩)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাত পরবর্তী সাড়ে ১২টার দিকে ধর্মপাশার শীমের খাল সরকারি আশ্রয়ণ প্রকল্পের এমারুলের বসত ঘরে আগুন লাগে।
রাতে এক সাথে খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে যান এমারুল সহ তার পরিবারের সদস্যরা। এরপর রাত সাড়ে ১২টার দিকে বসতঘরে আগুন লাগলে তারা আর ঘর থেকে বের হতে পারেনি। এক পর্যায়ে বসতঘরে আটকে পড়ে এমারুল সহ পরিবারে থাকা স্ত্রী, শিশু সন্তানই আগুনে পুড়ে মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকান্ডে আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকা এমারুল সহ একই পরিবারের ৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও ওই বসতঘরে কিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছিলো সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছেন।