

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাশীরাম আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান রতনকে
স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাশীরাম আলীম মাদ্রাসার সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান রতনকে জোর করে অন্যায় ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ছুটিতে পাঠিয়ে তার জায়গায় একজনকে অতিরিক্ত দায়িত্বে বসানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এ নিয়ে উত্তাল হয়ে ওঠে স্কুলের শিক্ষার্থীরা, মহাসড়কের যানজট শুরু হলে, সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রাথমিক শিক্ষা অফিসারসহ, শিক্ষার্থীদের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং অভিভাবকেরা।