• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুরের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

| নিউজ রুম এডিটর ৫:০৮ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০২৫ বিএনপি, রাজনীতি

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেরপুর জেলা ছাত্রদলের অধীনস্থ শ্রীবরদী উপজেলার দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শেরপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্রীবরদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুন্দর আলী এবং শ্রীবরদী উপজেলার ০৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্নাফ মিয়াকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ও সাধারণ সম্পাদক মোঃ নাইম হাসান উজ্জ্বল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং দলীয় নীতিমালার প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে অপরাধের কোনো স্থান নেই। কেউ যদি ছাত্রদলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তাকে কোনোভাবেই ছাত্রদলের সদস্য হিসেবে বিবেচনা করা হবে না। বরং তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। আমরা পরিষ্কারভাবে বলতে চাই—অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। তার একটাই পরিচয়—সে একজন অপরাধী। ছাত্রদলের নাম ভাঙিয়ে কেউ যদি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।'”