• আজ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় | ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে না পারলে পদত্যাগ করবেন ড. ইউনূস | পতেঙ্গা সৈকতে গোলাগুলি, ‘শীর্ষ সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ | ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন, এদিক-সেদিকের সুযোগ নেই: রিজওয়ানা | প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ, যে সব কথা হলো | দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম | ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির নির্বাচনের সিডিউল ঘোষণার জন্য সরকারকে লিগ্যাল নোটিশ | সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, পুনর্বিবেচনা করবে বিএনপি | তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা | আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক |

পতেঙ্গা সৈকতে গোলাগুলি, ‘শীর্ষ সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ

| নিউজ রুম এডিটর ৫:৩০ পূর্বাহ্ণ | মে ২৪, ২০২৫ অপরাধ-দুর্নীতি, লিড নিউজ

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ‘শীর্ষ সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর এবং একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় দর্শনার্থীরা ছোটাছুটি শুরু করেন। পরবর্তীতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকাইয়া আকবর ও একজন দর্শনার্থীকে উদ্ধার করা হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি সৈকতে বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায়।

পতেঙ্গা সৈকতের স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, ‘ঢাকাইয়া আকবর, একজন নারী এবং অন্য চারজন ছেলেসহ মোট ছয় জন ২৮ নম্বর দোকানে বসেছিলেন। দোকানের এক ছেলে তারা কী অর্ডার করবেন জিজ্ঞেস করে। ওই সময় কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে করে চার জন যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন আকবর নামে ওই যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় আকবর দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তিনি গুলিবিদ্ধ হন।’

ওই ব্যবসায়ী আরও বলেন, ‘আকবরের সঙ্গে থাকা চার জন ছেলে ঘটনাস্থল থেকে দৌড়ে পালায়। আর নারী যিনি ছিলেন তিনি গুলিবর্ষণকারীদের সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় স্থানীয় একজন চা দোকানি নারীর ছোট ছেলেও গুলিবিদ্ধ হয়েছে।’

সূত্র জানায়, কারাবন্দি ছোট সাজ্জাদের সঙ্গে ঢাকাইয়া আকবরের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। সাজ্জাদকে ঢাকা থেকে পুলিশে দেয়ার পেছনেও ঢাকাইয়া আকবরের হাত রয়েছে—এমন ধারণা সাজ্জাদের। সেই ক্ষোভ থেকেই আকবরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। যদিও পুলিশ এখনও হামলাকারী কারা সেই বিষয়ে স্পষ্ট করতে পারেনি।

নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোহেল পারভেজ জানান, সন্ধ্যার পর হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে আকবর নামে এক যুবক এবং একজন দর্শনার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আকবরের শরীরে ৩-৪টি গুলি লেগেছে। তাদের তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।