• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

পতেঙ্গা সৈকতে গোলাগুলি, ‘শীর্ষ সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ

| নিউজ রুম এডিটর ৫:৩০ পূর্বাহ্ণ | মে ২৪, ২০২৫ অপরাধ-দুর্নীতি, লিড নিউজ

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ‘শীর্ষ সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর এবং একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময় দর্শনার্থীরা ছোটাছুটি শুরু করেন। পরবর্তীতে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকাইয়া আকবর ও একজন দর্শনার্থীকে উদ্ধার করা হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি সৈকতে বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায়।

পতেঙ্গা সৈকতের স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, ‘ঢাকাইয়া আকবর, একজন নারী এবং অন্য চারজন ছেলেসহ মোট ছয় জন ২৮ নম্বর দোকানে বসেছিলেন। দোকানের এক ছেলে তারা কী অর্ডার করবেন জিজ্ঞেস করে। ওই সময় কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে করে চার জন যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন আকবর নামে ওই যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় আকবর দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তিনি গুলিবিদ্ধ হন।’

ওই ব্যবসায়ী আরও বলেন, ‘আকবরের সঙ্গে থাকা চার জন ছেলে ঘটনাস্থল থেকে দৌড়ে পালায়। আর নারী যিনি ছিলেন তিনি গুলিবর্ষণকারীদের সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় স্থানীয় একজন চা দোকানি নারীর ছোট ছেলেও গুলিবিদ্ধ হয়েছে।’

সূত্র জানায়, কারাবন্দি ছোট সাজ্জাদের সঙ্গে ঢাকাইয়া আকবরের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। সাজ্জাদকে ঢাকা থেকে পুলিশে দেয়ার পেছনেও ঢাকাইয়া আকবরের হাত রয়েছে—এমন ধারণা সাজ্জাদের। সেই ক্ষোভ থেকেই আকবরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। যদিও পুলিশ এখনও হামলাকারী কারা সেই বিষয়ে স্পষ্ট করতে পারেনি।

নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোহেল পারভেজ জানান, সন্ধ্যার পর হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে আকবর নামে এক যুবক এবং একজন দর্শনার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আকবরের শরীরে ৩-৪টি গুলি লেগেছে। তাদের তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।