

এশিয়ান কাপ বাছাই ফুটবলে মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।২০২৭ সালে সৌদি আরবে এশিয়ান কাপে খেলার লক্ষে বাছাই পর্বের পরীক্ষা দিতে হচ্ছে ২৪টি দলকে। ৬টি গ্রুপে লড়ছে দলগুলো। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল পাবে চুড়ান্ত পর্বের টিকিট।
গ্রুপ সি’তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। শিলংয়ে ভারতের সাথে ড্র করে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে তাদের সামনে এবার সিঙ্গাপুরের চ্যালেঞ্জ।
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের জয়ে অনুপ্রেরণা খুঁজছেন কোচ কাবরেরা। জামাল-তপুদের সঙ্গে হামজা, শমিত, ফাহমেদুলদের নিয়ে শক্তিশালি দল কাবরেরার। ২০১৫ সালে দু’দেশের সর্বশেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরেছিলো বাংলাদেশ। ঢাকায় আসার আগে প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় পায় সিঙ্গাপুর। দলটির শক্তি ও সামর্থ্য পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ কোচ-অধিনায়ক। সিঙ্গাপুর দলে বড় তারকা ফরোয়ার্ড ইখসান ফান্দি। গ্রুপ সি’তে চার দলেরই পয়েন্ট সমান।
ম্যাচটা গুরুত্বপূর্ণ সিঙ্গাপুরের জন্যও। হোম গ্রাউন্ডে দর্শক উন্মাদনাসহ বাড়তি সুবিধা থাকবে বাংলাদেশের। সেসব মাথায় রেখেই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে করছেন সিঙ্গাপুরের জাপানিজ কোচ সুতোম ওগুরা।
এই ম্যাচে টিকিটির জন্য দর্শকদের হাহাকার। বাফুফে জানিয়েছে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।