• আজ ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মদিনা ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা

| নিউজ রুম এডিটর ১০:০৪ অপরাহ্ণ | আগস্ট ২৯, ২০২৫ জাতীয়

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যালযুক্ত খাদ্য তৈরীর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মদিনা ফুড এন্ড বেভারেজ নামে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার শেরপুর জেলার বিসিক শিল্প এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফ উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের অভিযানকালে বিসিকে অবস্থিত মদিনা ফুড এন্ড বেভারেজের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং অননুমোদিত কেমিক্যাল ও ক্ষতিকর উপাদান খাদ্য দ্রব্যে মিশ্রণের প্রমাণ পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই কারখানাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একইসাথে ক্ষতিকর উপকরণসমূহ ধ্বংসের পাশাপাশি ভবিষ্যতে সতর্কতার সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

ওইসময় স্যানিটারি ইন্সপেক্টর মুনতাছির বিল্লাহ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।