• আজ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানে বিএনপির বৈঠকে শেরপুরের মনোনয়ন প্রত্যাশী যারা ডাক পেলেন!

| নিউজ রুম এডিটর ৯:৩২ পূর্বাহ্ণ | অক্টোবর ২৭, ২০২৫ বিএনপি, রাজনীতি, সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের তিনটি সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নয়জনকে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে ডাকা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন বলে জানা গেছে।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকের পর ধীরে ধীরে মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশের প্রক্রিয়া শুরু হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই চূড়ান্ত প্রার্থীরা সবুজ সংকেত পাবেন বলে ধারণা করা হচ্ছে।

শেরপুর জেলা থেকে যারা ডাক পেয়েছেন-
শেরপুর- ১ (শেরপুর সদর): জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক শেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হজরত আলী, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক ডা.সানসিলা জেবরিন প্রিয়াংকা।

শেরপুর- ২ (নকলা, নালিতাবাড়ী): শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফাহিম চৌধুরী,শেরপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একে এম মোখলেসুর রহমান রিপন, জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

শেরপুর- ৩ (শ্রীবরদী, ঝিনাইগাতী): শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির স্থানীয় কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য একেএম আমিনুল হক এফসিএ, শেরপুর জেলা বিএনপির সদস্য মেজর (অব.) মাহমুদুল হাসান।

শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে আমি এবং আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামকেও ডাকা হয়েছে।