• আজ ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের মানুষ যখনই বিপদে পড়েছে, তখনই দায়িত্ব নিয়েছে বিএনপি- মাসুদ

| নিউজ রুম এডিটর ২:০২ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০২৫ বিএনপি, রাজনীতি

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের মানুষ যতবার বিপদে পড়েছে, তাদের টেনে তোলার দায়িত্ব নিয়েছিল বিএনপি। আর একটি দল সব সময় বাংলাদেশের মানুষের বিপদে না দাড়িয়ে আরও বিদেশীদের পক্ষে থাকে।

সোমবার রাতে সদরের পাকুরিয়া এলাকায় সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র করছে জামায়াত। যার মধ্যে অন্যতম পিআর পদ্ধতি। আসলে পিআর এটা খায় না শরীরে দেয়; সাধারণ মানুষ কিন্তু জানে না। কাজেই ভোট হবে স্বাভাবিক নিয়মে। কারণ, বিএনপি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপম, কামরুল হাসানসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।