• আজ ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতি

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন

| Peoples News ২:৩৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২, ২০২৫ বিএনপি, রাজনীতি, লিড নিউজ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির। তবে নতুন করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া স্বাস্থ্য নিয়ে ডা এ জেড এম জাহিদ কথা বলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতিসহ নানা বিষয়ে কথা হয়েছে বলেও জানান এই বিএনপি নেতা।

তারেক রহমান বিএনপি খালেদা জিয়া